গুড মর্নিং,
আমরা টোরাকোড ডেভেলপার্স কমিউনিটি প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে একটা আড্ডাবাজির সেশন আয়োজন করতে চাচ্ছি।
আপাতত আমাদের আড্ডার স্থান হবে স্কাইপ। পরবর্তীতে প্রতি মাসে একটা নির্দিষ্ট প্লেসে ফিজিক্যালি মিটআপ করার ব্যাবস্থা করা যেতে পারে।
তবে আপাতত স্কাইপ আমাদের প্রধান ভরসা।
কি থাকছে আমাদের প্রথম আড্ডায়ঃ
-
সবার সাথে সবার প্রাথমিক পরিচিতি।
-
আমাদের কমিউনিটি সম্পর্কে আলোচনা, এবং ভবিষ্যত পরিকল্পনা।
-
এ সপ্তাহের ইন্ট্রেস্টিং টপিকগুলো নিয়ে একটা রিভিউ
আমাদের মিটআপের সময়টা ঠিক করেছি প্রতি শুক্রবার রাত এগারোটায়। তবে আপনি অন্য যে কোন সময় সাজেস্ট করতে পারেন। আমরা আলোচনা করে ঠিক করব।
আশা করছি আপনি আমাদের সাথে আড্ডায় যোগ দেবেন এবং আমাদের কমিউনিটির একটা গুরুত্বপুর্ন সদস্য হিসেবে কমিউনিটিতে অবদান রাখবেন।
আপনার স্কাইপ আইডি এখানে পোস্ট করতে পারেন। কিংবা প্রাইভেসীজনিত সমস্যা থাকলে আমাকে মেসেজ পাঠাতে পারেন। পারসোনাল মেসেজ পাঠাতে পারেন আমাকে। পারসোনাল মেসেজ পেতে আপনার প্রোফাইল ভিউ ক্লিক করুন।
আশা করছি খুব কম সময়েই আমাদের কমিউনিটিকে একটি অতি হেল্পফুল এবং স্ট্রং কমিউনিটি হিসেবে দেখতে পাবো।