আজ রাত ১১.০০ টায় আমাদের দ্বিতীয় ডেভেলপার আড্ডা। আগের আড্ডায় আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, নিজেদের মধ্যে পরিচিত হয়েছি। আশা করছি আজকের আড্ডাটা জমবে আগেরটার চেয়ে বেশী।
দুঃখজনকভাবে আমি ঢাকার বাইরে থাকায় এবং বেশ ব্যাস্ত থাকায় আজ আড্ডায় যোগ দিতে পারবো না। তবে পরবর্তী সপ্তাহ থেকে অবশ্যই থাকবো।
আড্ডা দিন, ভালো থাকুন।
Peace✌